হামাস প্রধান ইসমাইল হানিয়েকে হত্যা ও লেবাননে নজিরবীহিন বিমান হামলায় শীর্ষ সামরিক জেনারেলকে হত্যার জবাবেইসরায়েলে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেলআবিব, হাইফা ও জেরুসালেমের মতো প্রধান শহরগুলোতে এই হামলা হয়েছে।
ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে সিএনএন এই তথ্য জানিয়েছে।ধারণা করা হচ্ছে,বেসামরিক জনগণ নয় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ছিল ইরানের ছোড়া মিসাইলের লক্ষ্যবস্তু।
মঙ্গলবার (১ অক্টোবর) রাতের এই হামলাকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইস অব ইসরাইয়েলও জানিয়েছে,দেশটি বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দুটি বিমানঘাঁটি এবং একটি গোয়েন্দা দপ্তরও রয়েছে।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, ক্ষেপণাস্ত্র থেকে ছিটকে পড়া অংশের আঘাতে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।তাছাড়া এ হামলায় তেলআবিবে দুইজন বেসামরিক লোকআও আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন :