ইউটিউবে বৈশ্বিক চলচ্চিত্র উৎসব: নবম দিনে হরেক রকম ছবি


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মার্চ ৭, ২০২১, ৮:৩২ অপরাহ্ন
ইউটিউবে বৈশ্বিক চলচ্চিত্র উৎসব: নবম দিনে হরেক রকম ছবি

ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবের আয়োজক ট্রাইবেকা এন্টারপ্রাইজেসের উদ্যোগে ‘উই আর ওয়ান: অ্যা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অংশ নিচ্ছে বিশ্বের ২২টি উৎসব কর্তৃপক্ষ। এগুলো হলো কান, বার্লিন, ভেনিস, টরন্টো, নিউ ইয়র্ক, ট্রাইবেকা, সানড্যান্স, বিএফআই লন্ডন, লোকার্নো, কারলোভি ভ্যারি, রটারডাম, সান সেবাস্তিয়ান, অ্যানসি আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব, গুয়াদালাখারা, ম্যাকাও, জেরুজালেম, মুম্বাই, সারায়েভো, সিডনি, টোকিও, মারাকেশ ও টোকিও।
উৎসবের সব আয়োজন বিনামূল্যে থাকলেও দর্শকদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ ত্রাণ তহবিলে অনুদানের আহ্বান জানানো হচ্ছে।
শনিবারের হাইলাইটস (বাংলাদেশ সময়)

  • বিকাল ৫টা ৪ মিনিটে দেখানো হবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাওয়ার্ডস ম্যাকাওয়ের তত্ত্বাবধানে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘অ্যা সিটি কল্ড ম্যাকাও’। এর প্রেক্ষাপট বিংশ শতাব্দীর গোড়ার দিকে ম্যাকাও। শহরটি তখন জুয়ায় মত্ত। জুয়ায় আসক্ত স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ছেড়ে ছেলেকে নিয়ে নতুন জীবন শুরু করতে ম্যাকাওয়ে আসে এক নারী। এখানে একটি ক্যাসিনোতে যোগ দেয় সে। জীবনের পরবর্তী পর্ব যতটা সম্ভব বাস্তবিক ও সাদাসিধে রাখার আশা ছিল তার। কিন্তু দক্ষ এক জুয়াড়ির সঙ্গে সাক্ষাতের পর সব বদলে যেতে থাকে।
  • আজ দিবাগত রাত ১টা ২০ মিনিট (৭ জুন) থেকে টানা ফ্রান্সের অ্যানসি আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র উৎসবের তত্ত্বাবধানে রয়েছে চারটি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি। এগুলো হলো ‘লিয়ন ইন উইন্টারটাইম’ (দিবাগত রাত ১টা ২০ মিনিট), ‘মলি ইন স্প্রিংটাইম’ (দিবাগত রাত ১টা ৫৩ মিনিট), ‘বনিফাসিও ইন সামারটাইম’ (দিবাগত রাত ২টা ২০ মিনিট) ও ‘পপেটি ইন দ্য ফল’ (দিবাগত রাত ২টা ৪৭ মিনিট)।
  • আজ দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে (৭ জুন) থাকছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কানাডিয়ান নির্মাতা ডেভিড ক্রোনেনবার্গ ও অভিনেতা ভিগো মর্টেনসেনের আলাপচারিতা। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ক্রোনেনবার্গের বিতর্কিত ছবি ‘ক্র্যাশ’ নিয়ে ছিল প্রশ্নোত্তরের এই আয়োজন।
  • আজ দিবাগত রাত ৪টা ২৫ মিনিটে (৬ জুন) কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তত্ত্বাবধানে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘আদেলা হ্যাজ নট হ্যাড সাপার ইয়েট’। ১৯৭৮ সালের ধ্রুপদি ছবিটির গল্পটা এমন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে চেক রিপাবলিকের রাজধানী প্রাগে আসে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেসরকারি গোয়েন্দা নিক কার্টার। রহস্যজনকভাবে একজন নিখোঁজ হলে কাজে নেমে পড়ে সে। অপরাধীকে খুঁজতে গিয়ে মোৎসার্টপ্রেমী মাংসভোজী উদ্ভিদ আদেলা চাষি এক সংগীতানুরাগীর মুখোমুখি হয় এই গোয়েন্দা।

/জেএইচ/এমএম/

2021-03-07 20:32:19
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: