আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালিয়ে ‘ঐতিহাসিক এবং মৌলিক ভুল’ করেছেন।
তিনি নিজেকে ‘বিচ্ছিন্ন’ও করেছেন। ফ্রান্সের এক আঞ্চলিক সংবাদ মাধ্যমের সাথে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি মনে করি এবং তাকে বলেছিও- তিনি তার জনগণের, নিজের এবং ইতিহাসের জন্যে মৌলিক ও ঐতিহাসিক ভুল করেছেন।’
ম্যাক্রোঁ বলেন, ‘আমি মনে করি তিনি নিজেকে বিচ্ছিন্ন করেছেন। নিজেকে বিচ্ছিন্ন করা এক জিনিস, আর এ থেকে বেরিয়ে আসা খুবই কঠিন।’
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়াকে অপমান করা উচিত হবে না। কারণ, যে দিন যুদ্ধ বন্ধ হবে সে দিন যেন আমরা কূটনৈতিক উপায়ে একটা পথ খুঁজে নিতে পারি।’ কিয়েভ সফরের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না বলেও জানিয়েছেন ম্যাক্রোঁ।
আপনার মতামত লিখুন :