ইউক্রেনের শেষ মুক্ত শহরটিতে ঢুকে পড়েছে রুশ বাহিনী


নিউজ ডেক্স প্রকাশের সময় : মে ২৯, ২০২২, ৯:২২ পূর্বাহ্ন
ইউক্রেনের শেষ মুক্ত শহরটিতে ঢুকে পড়েছে রুশ বাহিনী

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি প্রদেশের শেষ এলাকাটি দখল করে নিচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রুশ বাহিনীর ঘেরাও থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের বাহিনীকে হয়তো সেখান থেকে সরে যেতে হতে পারে।

লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই বলছেন, রুশ সৈন্যরা সেখানকার শহর সেভারোডনেটস্কের একাংশে ঢুকে পড়েছে। রুশ বাহিনীর প্রায় ১০ হাজার সৈন্য এখন লুহানস্কে লড়াই করছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকার পুরোটা দখল করা এখন রাশিয়ার অন্যতম সামরিক লক্ষ্য। সেরহি হাইদাই বলছেন, রুশ হামলায় সেভারোডনেটস্ক শহরের অর্ধেকেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বাদবাকি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শহরের বাসিন্দারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই করে নিয়েছেন। পাশের একটি শহর লিসিচ্যানস্কও রুশ বাহিনী ঘিরে ফেলেছে। শহর দুটির নিয়ন্ত্রণ হারানো ইউক্রেনের জন্য একটি বড় আঘাত বলে বিবেচিত হবে।

রুশ বাহিনী সেভারোডনেটস্কের পশ্চিমে লিমান নামে আরো একটি শহর দখল করে নিয়েছে। এই শহরটি দখলের সময় দুই পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে, যদিও ইউক্রেন বাহিনী এক সপ্তাহ আগে থেকেই শহর থেকে চলে যেতে শুরু করে।

লিমান দখল করে রুশ সৈন্যরা এখন আরো পশ্চিমের দু’টি শহর স্লোভিয়ানস্ক এবং ক্রামাটোরস্কের দিকে এগিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: