ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়া দলে তিন নতুন মুখ


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৮:০৮ অপরাহ্ন
ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়া দলে তিন নতুন মুখ

আসন্ন সেপ্টেম্বরের শুরুতে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুটি সিরিজ উপলক্ষে ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া সিএ।

অজিদের এই স্কোয়াডে নতুন মুখ তিনজন। তারা হলেন রিলে মেরেডিথ, জস ফিলিপ এবং ড্যানিয়েল স্যামস। এই সিরিজে অভিষেকের অপেক্ষায় থাকবেন তিনজন।

এছাড়া অজিদের দলে ফিরেছেন দুই অলরাউন্ডার মার্কাস স্টইনিস ও গ্লেন ম্যাক্সওয়েল। ইংল্যান্ড বিশ্বকাপের পড় এবারই প্রথম ওয়ানডে দলে ফিরলেন তারা।

২৩ আগস্ট ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে অজিরা। সেখানে চারটি প্রস্তুতি ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দল দুটি।

সেপ্টেম্বরের ৪,৬ ও ৮ তারিখে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো। ওয়ানডে ম্যাচ তিনটি হবে ১১, ১৩ ও ১৬ তারিখে।  এই দুটি সিরিজের জন্য নির্ধারণ করা হয়েছে দুটি স্টেডিয়াম- সাউদাম্পটনের অ্যাজেস বোল ও ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোড।

অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, জস হ্যাজলউড, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, রিলে মেরেডিথ, জস ফিলিপ, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।

2021-05-04 20:08:56

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: