ডা: সাবরিনা চৌধুরী জেকেজির চেয়ারম্যান নন, ছিলেন অনারারি উপদেষ্টা। গুলশান থানায় ওভাল গ্রুপের অ্যাকাউন্টেন্টের বিরুদ্ধে দায়ের করা জিডিতে নিজেই সেই পরিচয় দিয়েছেন। তবে তার চেয়ারম্যান হওয়ার কোনও প্রমাণ পায়নি পুলিশ। গোয়েন্দা বিভাগ জানায়, শিগগিরই দেয়া হবে, চার্জশিট।
ডা: সাবরিনা চৌধুরী বরাবরই দাবি করেছেন, জেকেজি হেলথকেয়ারের সাথে তার কোনো সম্পর্ক নেই। ওভাল গ্রুপের কর্ণধার স্বামী আরিফ চৌধুরী তাকে চেয়ারম্যান বলে ডাকতো। চেয়ারম্যান নন দাবি করলেও, নিজেকে পরিচয় দিতেন জেকেজির অনারারি উপদেষ্টা হিসেবে। যার একটি প্রমাণ এসেছে একটি বেসরকারি টিভি চ্যানেলের হাতে। কয়েক মাস আগে গুলশান থানায় জিডি করেন, ওভাল গ্রুপের অ্যাকাউন্টেনের বিরুদ্ধে। সেই জিডি কপিতে দেখা যায়, ওভালের হিসাবরক্ষক তার চেকবই, সার্টিফিকেট ও সরকারি সিল আটকে রেখেছে। অভিযোগ ছিলো, মাসুম বিল্লাহ তার সিল অনুমতি ছাড়াই ব্যবহার করছিলেন।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, নথিতে সাবরিনা চৌধুরীর জেকেজির চেয়ারম্যান হিসেবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁওয়ের ডিসি জানান, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। খুব শিগগিরই দেয়া হবে চার্জশিট। দুই দফায় পাঁচদিন রিমান্ড শেষে ডা. সাবরিনা এখন কারাগারে।
2021-01-30 06:29:31
আপনার মতামত লিখুন :