আল আকসা মসজিদে ইসরায়েলি পতাকা নিয়ে উগ্র-ডানপন্থী ইহুদিদের প্রবেশ


নিউজ ডেক্স প্রকাশের সময় : মে ৩০, ২০২২, ৬:৪৬ অপরাহ্ন
আল আকসা মসজিদে ইসরায়েলি পতাকা নিয়ে উগ্র-ডানপন্থী ইহুদিদের প্রবেশ

জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পতাকা নিয়ে প্রবেশ করেছে শত শত উগ্র-ডানপন্থী ইহুদি জাতীয়তাবাদী সমর্থকরা।

নেসেটের একটি ছোট জাতীয়তাবাদী দলের নেতা ইতামার বেন-গভির কয়েক ডজন সমর্থকদের নিয়ে আল আকসার প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় প্রায় তিন হাজার ইসরায়েলি পুলিশ মোতায়েন করা হয়।

তারপর উগ্র-ডানপন্থী সমর্থকরা মসজিদের আল-কিবলি প্রার্থনা হলের ছাদের দখল নেয়। সেখানে ইসরায়েলিদের প্রবেশ নিরাপদ করতে মসজিদের ভেতরে নামাজরত মুসল্লিদের ঘিরে রাখা হয়।

ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়ে ইসরায়েলি পুলিশ। অন্তত ১৮ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার কোনো অনুমতি নেই। এটি ইসরায়েলের প্রধঅন রাবিনেট দ্বারাও নিষিদ্ধ। তাস্বত্ত্বেও উগ্র-ডানপন্থীরা এ নিষেধাজ্ঞা মানতে নারাজ।

প্যালেস্টাইনের সাংবাদিক ও আলোকচিত্র শিল্পীদের আলআকসা মসজিদে প্রবেশে বাধা দেয় ইসরায়েলি পুলিশ। তাদেরকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: