আবার হার ইন্টার মায়ামির, ইনজুরীতে লিওনেল মেসি


অনলাইন ডেক্স প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৩, ৪:০৫ অপরাহ্ন
আবার হার ইন্টার মায়ামির, ইনজুরীতে লিওনেল মেসি

ইনজুরীতে লিওনেল মেসি। জয় পাওয়া হয়নি ইন্টার মায়ামিরও। মেজর লিগ সকারে ঘরের মাঠে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ড্র করেছে ফ্লোরিডার দলটি।

বাংলাদেশ সময় রোববার সকালে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে সান্তিয়াগো রদ্রিগেজের গোলে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। একেবারে অন্তিম সময়ে হেডে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচান টমাস আভিলেস।

ম্যাচটি জিততেও পারত ইন্টার। ভাগ্যের ফেরে তা হয়নি। ম্যাচের ৯৭তম মিনিটে ডেভিড রুইজের ডানপায়ের শট ক্রসবারে লেগে গোলেলাইনের কাছে ড্রপ খেয়ে ফিরে আসে। গোলটি হলে প্লে-অফের আশা উজ্জ্বল হতো মায়ামির। কিন্তু পয়েন্ট হারানোর তা খুব কঠিন হয়ে গেল। রুইজের এই মিসের তিন মিনিট আগে কর্নার কিকে হেডে সমতা টেনেছিলেন টমাস।

ইন্টারের বেঞ্চের পিছনেই পিঙ্ক শার্ট ও গোল্ডেন কালারের ঘড়ি হাতে মুখ ভার করে বসে ছিলেন মেসি। সেপ্টেম্বরে এ নিয়ে মায়ামির চারটি ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার। এর কোনোটিতেই জেতেনি দল।

এরই মাঝে ধৈর্য হারাতে শুরু করেছেন মায়ামি সমর্থকরা। একে তো টিকেট কিনতে হচ্ছে চড়া দামে, এরপর দেখা হচ্ছে না মেসির খেলা, দলও পারছে না জিততে। সব মিলিয়ে বাজে সময় পার করছে মায়ামি। ৩০ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে ১৫ দলের তালিকায় ১৩তম স্থানে টাটা মার্টিনোর দলটি।


আরো পড়ুন: ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবে যে তারকা ক্রিকেটারা

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: