আফগানিস্তানে তালেবান জঙ্গীদের গাড়িবোমা হামলা ও সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে। (রয়টার্স)
সোমবার সামানগান প্রদেশের রাজধানী আইবাকের কাছে মূল গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের কার্যালয়ের কাছে এই হামলার ঘটনা ঘটে।
সামানগান প্রদেশের সরকারের মূখপাত্র মোহাম্মদ সিদ্দিক আজিজি জানান, এটা শুরু হয় গাড়িবোমা হামলার মাধ্যমে। পরে সংঘর্ষের ঘটনায় চার আফগান নিরাপত্তা কর্মীও নিহত হয়।
প্রদেশটির গভর্নর আবদুল লতিফ ইব্রাহিম জানান, ওই হামলার ঘটনায় ১০ জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৪ জন যাদের মধ্য সাধারণ মানুষও রয়েছে। পরে এক বিবৃতির মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে তালেবান।
2021-05-04 16:24:50
আপনার মতামত লিখুন :