আপনার ফেসবুক পাসওয়ার্ড চুরি করতে পারে যেসব অ্যাপ


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জুন ২, ২০২২, ৮:২১ অপরাহ্ন
আপনার ফেসবুক পাসওয়ার্ড চুরি করতে পারে যেসব অ্যাপ

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের নিরাপত্তায় আমরা কঠিন পাসওয়ার্ড ব্যবহারের চেষ্টা করি। নিরাপত্তা বিশেষজ্ঞরাও অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে কমপক্ষে ছয় অক্ষরের পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেন। কিন্তু সেই পাসওয়ার্ডও চুরি হওয়ার আশঙ্কা থাকে; যদি আপনি বেশ কিছু অ্যাপ ব্যবহার করেন।

জানা গেছে, প্রায় ২০০টি অ্যাপ রয়েছে, যেখান থেকে ফেসবুক পাসওয়ার্ডসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়তে পারে। এ তালিকায় রয়েছে বেশ জনপ্রিয় সাতটি অ্যাপের নাম।

ট্রেন্ড মাইক্রো নামে একটি সফটওয়্যার কোম্পানি জানিয়েছে, ‘ফেসস্টেলার’ নামে স্পাইওয়্যার ব্যবহার করছে বেশ কয়েকটি অ্যাপ। এই কোম্পানি এর আগে প্রায় ৪০টি ক্রিপটোকারেন্সি মাইনিং অ্যাপকে চিহ্নিত করেছিল। এই ৪০টি অ্যাপ অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দিচ্ছিল। এছাড়াও ক্রিপটোকারেন্সি চুরি করার অভিযোগও উঠেছিল এই অ্যাপ গুলির বিরুদ্ধে।

এই সাতটি অ্যাপ ফোনে থাকলে ফেসবুকের গোপনীয়তা নিয়ে সন্দেহ থেকেই যাবে-

* ডেলি ফিটনেস ওএল অ্যাপটি থেকে শরীরচর্চা সংক্রান্ত তথ্য পাওয়া যায়।
* এনজয় ফোটো এডিটর অ্যাপে ছবি তুলে এডিট করার জন্য ব্যবহার হয়।
* প্যানোরমা ক্যামেরা ব্যবহার করলে ফোন দিয়েই প্যানোরমা মোডে ছবি তোলা যায়।
* ফটো গেমিং পাজল একটি অনলাইন গেম অ্যাপ।
* সোয়ার্ম ফটোও একটি এডিটিং অ্যাপ যার মাধ্যমে বিভিন্ন ছবির কোলাজ তৈরি করা যায়।
* বিজনেস মেটা ম্যানেজার অ্যাপটি ফেসবুকের বিজনেস প্রোফাইলগুলো ম্যানেজ করতে ব্যবহার করা হয়।
* ক্রিপটোমাইনিং ফার্ম ইয়োর ওন কয়েন ক্রিপটোকারেন্সি লেনদেনের জন্য ব্যবহার করা হয়।

আপাতত গুগল প্লে-স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাপগুলো। তবে আপনার ফোনে ইনস্টল করা থাকলে, এখনই আনইনস্টল করে দিন।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: