আগামী মাসেই অনুশীলনে ফিরবেন সাকিব আল হাসান


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
আগামী মাসেই অনুশীলনে ফিরবেন সাকিব আল হাসান

চলতি বছরের ২৯ অক্টোবর সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে। ক্রিকেটে ফেরার আগে নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে চান তিনি। তাই আগামী মাসেই অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ফিটনেস ও ফর্ম ফিরে ফিতে আগামী তিন মাস টানা অনুশীলন করবেন তিনি।

ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের প্রস্তুতি শুরু করা নিয়ে খোলামেলা কথা বলেছেন সাকিব। জানিয়েছেন, আগামী কিছুদিন মেয়েদের সঙ্গে কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরবেন তিনি।

বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন সাকিব। এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আগামী মাসে আমার অনুশীলনে ফেরার কথা। নিজেকে ভালোভাবে তৈরি করার জন্য তিন মাস সময় পাব। আমি এত দিন কিছু করিনি।

তবে তিন মাসই যথেষ্ট, নিজেকে ক্রিকেটের জন্য আদর্শ ফিটনেসে নিয়ে যাওয়ার জন্য। আপাতত এটিই পরিকল্পনা। আগামী দুই সপ্তাহ মেয়েদের দেখাশোনা করেই কাটবে, পরিবারের সঙ্গে কাটাব। এরপর আমি ক্রিকেটে মনোযোগ দেব।

ক্যারিয়ারে নানা সময়ে বিতর্কে জড়িয়েছেন সাকিব। তবে আগে থেকে এখন অনেক পরিণত তিনি। ভুল কমিয়ে আনাই এখন সাকিবের মূল লক্ষ্য, আমি মনে করি, বিতর্কের বিষয়টা আসলে দুই দিক থেকেই আসে। কখনো বিতর্ক আমার পিছু নিয়েছে, আবার কখনো আমিই বিতর্ককে আমন্ত্রণ জানিয়েছি।

আমি ক্যারিয়ারের একদম শুরুতেই দায়িত্ব (অধিনায়কত্ব) পেয়েছিলাম। ভুল হওয়াটা স্বাভাবিক ছিল। যখন অধিনায়ক হই, আমার বয়স মাত্র ২১ বছর। আমি তখন অনেক ভুল করেছি এবং মানুষ আমার ব্যাপারে অনেক কিছু ভাবতে শুরু করেছিল। এখন আমার মনে হয় যে, কিছু ক্ষেত্রে আমার ভুল ছিল এবং কিছু ক্ষেত্রে আমাকে ভুল বোঝা হয়েছিল। তবে আমি এসবের সঙ্গে মানিয়ে নিয়েছি।

এবার নিজেকে বদলে ফেলতে চান সাকিব, এখন আমি যত পারি কম ভুল করার চেষ্টা করি। বিয়ে করেছি, দুটো বাচ্চা হয়েছে। আমি এখন জীবন এবং খেলা আরও ভালো বুঝতে পারি। বিশ বছর বয়সে আমি যেমন ছিলাম, তার চেয়ে এখন অনেক বেশি শান্ত ও স্থির। আমি নিজেকে অনেকটাই বদলে ফেলেছি। মানুষ এখন আর আমাকে বেশি ভুল করতে দেখবে না। দুই মেয়ে আমার জীবনটা পুরোপুরি বদলে দিয়েছে।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: