আইসিসি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর। আইসিসিতে চেয়ারম্যান পদে দু’ বছর পূর্ণ হওয়ায় দায়িত্ব ছাড়লেন মনোহর।
তিনি সরে যাওয়ায় সিঙ্গাপুরের ইমরান খোয়াজা এখন দায়িত্ব সামলাবেন, যতদিন না নতুন কেউ চেয়ারম্যানের চেয়ারে বসছেন।
এর মধ্যেই ইংল্যান্ডের কলিন গ্রেভস চেয়ারম্যান হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট ডেভ ক্যামেরনও নির্বাচনে লড়তে চান বলে জানিয়েছেন।
নির্বাচনে ১৬টি দেশের মধ্যে ১১টি দেশের ভোট যিনি পাবেন, তিনিই হবেন আইসিসি-র চেয়ারম্যান।
2021-05-04 14:59:12
আপনার মতামত লিখুন :