আইপিএল শুরু ‘১৩ সেপ্টেম্বর’


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৯:৫৮ অপরাহ্ন
আইপিএল শুরু ‘১৩ সেপ্টেম্বর’

সবকিছু ঠিকঠাক থাকলে করোনা ধাক্কা সামলে সেপ্টেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির ত্রয়োদশ আসরের বল গড়াতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই বোর্ড সূত্রে ইতিমধ্যেই সেই ইঙ্গিত দেওয়া হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমে খবর।

মহামারি পরিস্থিতিতে এ বছর ভারতে টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়, সেই কারণে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট করার ভাবনা। বোর্ড সূত্রে আইপিএলের সূচিও জানা গেল।

১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলর ঢাকে বাড়ি পড়বে বলে বিসিসিআই সূত্র জানিয়েছে। সূত্রের খবর, টুর্নামেন্ট ফাইনালের দিন রাখা হয়েছে ৮ নভেম্বর। পুরো টুর্নামেন্ট আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি ও শারজায়। করোনা মোকাবিলার স্বাস্থ্যবিধি মেনে আইপিএল ম্যাচগুলো আয়োজন করা হবে।

প্রসঙ্গত ২৯ মার্চ থেকে আইপিএলের ১৩ তম মরসুম শুরুর কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে ছিল।

চলতি সপ্তাহে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। এরপরও আই পিল নিয়ে চূড়ান্ত পরিকল্পনা সাজিয়ে নিয়েছে বিসিসিআই। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণার।

2021-05-04 21:58:12

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: