অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। স্থানীয় সময় শনিবার সকালে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় এই ভোটে দেশটির বর্তমান ও লিবারেল-ন্যাশনাল জোটের নেতা স্কট মরিসনের সঙ্গে লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজের প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন জনমত জরিপে দেখা গিয়েছিল, এবার সামান্য ব্যবধানে জয় পাবার কথা ছিল লেবার পার্টির।
লেবার পার্টি পার্লামেন্টের ১৫১ আসনের মধ্যে পেয়েছে ৭২টি আসন। সরকার গঠনের জন্য দলটির ৭৬ আসন প্রয়োজন। বর্তমানে ক্ষমতাসীন লিবারেল-ন্যাশনাল জোট পেয়েছে ৫০ আসন।
আপনার মতামত লিখুন :