অ্যান্ড্রয়েডেও দেখা যাবে ব্যাটারি হেলথ


অনলাইন ডেক্স প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৩, ৩:০৬ অপরাহ্ন
অ্যান্ড্রয়েডেও দেখা যাবে ব্যাটারি হেলথ

এবার অ্যান্ড্রয়েডেও এ ফিচার যুক্ত হতে যাচ্ছে আইফোনে অদলে ব্যাটারি হেলথ দেখার সুযোগ। এর মাধ্যমে ডিভাইসের ব্যাটারি ভালো আছে নাকি পরিবর্তন করতে হবে সে বিষয়ে ধারণা পাওয়া যায়। জানা যায়, অ্যান্ড্রয়েড ১৫-এর সঙ্গে ফিচারটি চালু হতে পারে।

অ্যান্ড্রয়েড অথরিটি ও গুগল নিউজের টেলিগ্রাম এডিটর নেইল সাদিকভ অ্যান্ড্রয়েড ১৪ কিউপিআরটু বেটা ২-এর একটি আপডেটে ব্যাটারি হেলথ ফিচারের তথ্য পেয়েছেন। এটি এখনো কার্যকর হয়নি। তবে এর বিশ্লেষণ অনুযায়ী, নতুন কেনার পর থেকে দীর্ঘদিন ব্যবহারের পর ব্যাটারি কত শতাংশ চার্জ ধরে রাখতে সক্ষম সে তথ্য জানাবে।

কবে নাগাদ এ ফিচার চালু হবে সেটি এখনো জানা যায়নি। তবে অ্যান্ড্রয়েড অথরিটি জানায়, অ্যান্ড্রয়েড ১৫ ভার্সনের সঙ্গে ফিচারটি আসতে পারে। প্রাথমিকভাবে পিক্সেল ডিভাইসে এটি চালু করা হবে। দীর্ঘমেয়াদে যারা একটি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে থাকে তাদের জন্য ফিচারটি কার্যকর হবে বলে আশাবাদী বিশ্লেষকরা।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: