আজ সাংবাদিক ফজলুল বারীর ছেলের তৌকির তাহসিন বারী অমর্ত্যের সিডনিতে জানাযা সর্ম্পূন হয়। সিডনী রকউড কবরস্থানে অমর্ত্যকে দাফন করা হয়।
আজ সকাল ৭.১৫ মিনিটে তৌকির তাহসিন বারী অমর্ত্যের (২১) জানাযা ও দাফন হয়।
প্রিয় সন্তানকে সমাহিত করে বুকে কষ্ট নিয়ে বাবা অনেক সময় ধরে দাড়িয়ে থাকেন সন্তানের কবরের পাশে।
গত ২৫ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে সিডনি প্রবাসী প্রখ্যাত অমর্ত্য মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
বাসায় হঠাৎ বমি করতে করতে হার্ট আ্যটাক করেন। পরে আ্যম্বুলেন্স কল করলে প্যারামেডিক চেষ্টা করেও তাকে ফেরাতে পারেনি।
অমর্ত্য ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে অর্থনীতিতে তৃতীয় বর্ষে অধ্যয়ন করছিলেন। তিনি ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন, মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ২১ বছর।
2021-05-04 21:15:46
আপনার মতামত লিখুন :