অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ২, ২০২১, ৫:২৬ অপরাহ্ন
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

প্রস্তুতি পর্বের পরিকল্পনা করে রাখছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বরে সম্ভাব্য ইংল্যান্ড সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

২৬ জনের ঠাঁই হয়েছে বিগ ব্যাশে নজরকাড়া তিন পারফরমার জশ ফিলিপস, রাইলি মেরেডিথ ও ড্যানিয়েল স্যামস।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এ মাসেই ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। করোনাভাইরাস পরিস্থিতিতে পিছিয়ে গেছে তা। ইংল্যান্ড প্রস্তাব দিয়েছে সিরিজটি সেপ্টেম্বরে আয়োজনের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দল বিষয়ক নির্বাহী মহাব্যবস্থাপক বেন অলিভার জানালেন, সফর নিয়ে ইংল্যান্ডের বোর্ডের সঙ্গে তাদের আলোচনা চলমান।

বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেও এই স্কোয়াডে জায়গা পেয়েছেন উসমান খাওয়াজা ও মার্কাস স্টয়নিস। গত বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর প্রথমবারের মতো রঙিন পোশাকের স্কোয়াডে ডাক পেয়েছেন ট্রাভিস হেড।

ফিলিপস, মেরেডিথ ও স্যামস পুরস্কার পেয়েছেন গত বিগ ব্যাশে ভালো পারফরম্যান্সের। ফিলিপসকে এই মুহূর্তে মনে করা হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে সম্ভাবনাময় তরুণদের একজন।

বিগ ব্যাশে ১২৯.৮৬ স্ট্রাইক রেটে ও ৩৭.৪৬ গড়ে ৪৮৭ রান করেছেন ২৩ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যান। এই পারফরম্যান্স দেখেই তাকে আইপিএলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

৩০ উইকেট নিয়ে স্যামস ছিলেন গত বিগ ব্যাশের সর্বোচ্চ উইকেট শিকারী। ২৭ বছর বয়সী এই বাঁহাতি পেসারের ব্যাটের হাতও মন্দ নয়। মেরেডিথ বিগ ব্যাশে খেলেছিলেন মাত্র ৬ ম্যাচ, উইকেট নিয়েছিলেন ১০টি।

২৪ বছর বয়সী ফাস্ট বোলার আলোচনায় এসেছিলেন গতিময় বোলিং দিয়ে। শেফিল্ড শিল্ডেও তিনি দেখিয়েছেন সামর্থ্যের ঝলক।

অস্ট্রেলিয়ার প্রাথমিক দল: শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মাইকেল নিসার, জশ ফিলিপ, ড্যানিয়েল স্যামস, ডার্সি শর্ট, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

2021-05-02 17:26:21

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: