অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত ঘোষনা


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৮:০১ অপরাহ্ন
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত ঘোষনা

করোনাভাইরাস পরিস্থিতিতে চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আজ সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বিষয়ক আইসিসির অফিশিয়াল ফেসবুক পেইজে এ ঘোষণার কথা জানানো হয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বিশ্বকাপটি শুরু হওয়ার কথা ছিল।

আইসিসির সভায় বৈশ্বিক মহামারি করোনার কারণে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখতে আগামী দুই বছর বিশ্বব্যাপী আয়োজিত ইভেন্টগুলো আয়োজনের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়েও সম্মত হয়েছেন সবাই।

যদিও এরই মধ্যে এ ইভেন্ট আয়োজনের সব কার্যক্রম নির্ধারিত পরিকল্পনা অনুসারেই চলতে থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় সুবিধা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। আইপিএল আয়োজনে তাদের আর কোনো সমস্যা থাকল না।

পরিস্থিতি স্বাভাবিক না হলেও চলতি বছরের শেষের দিকে ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরতের মাটিতে আইপিএল অনুষ্ঠিত হতে পারে।

2021-05-04 20:01:51

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: