অস্ট্রেলিয়ার মেলবোর্নে আরো দু’সপ্তাহ লকডাউন বাড়ানো হলো


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৮:১৭ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার মেলবোর্নে আরো দু’সপ্তাহ লকডাউন বাড়ানো হলো

অস্ট্রেলিয়ার করোনা হট স্পট হিসেবে পরিচিত ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে জারি করা কঠোর লকডাউনের সময় আরো দু’সপ্তাহ বাড়ানো হয়েছে। করোনার সংক্রমণ আশানুরূপ না কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভিক্টোরিয়া রাজ্য কর্তৃপক্ষ।

ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রু রবিবার বলেন, ২ আগস্ট থেকে জারি হওয়া কঠোর লকডাউন আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে এই সময়ের মধ্যে কিছু বিষয়ে শিথিলতা আনা হবে এবং আগামী দুই মাসে ধীরে ধীরে লকডাউন শিথিল করা হবে।

এর আগে মেলবোর্নে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় কঠোর লকডাউন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে করোনার প্রকোপ না কমায় এই লকডাউন আরো বাড়ান হয়েছে। লকডাউনের কারণে মেলবোর্নের বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে গেছে। সেখানকার বাসিন্দারা বাড়ি থেকে সর্বোচ্চ পাঁচ কিলোমিটার দূরত্বে চলাচলের সুযোগ পাচ্ছেন। এছাড়া রাতে কারফিউ জারি করা হয়েছে মেলবোর্নে।

অস্ট্রেলিয়ার মোট করোনা আক্রান্তের ৭৫ শতাংশই মেলবোর্নের। এছাড়া অস্ট্রেলিয়ার করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর ৯০ শতাংশই মেলবোর্নের বাসিন্দা। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ২৬ হাজার ২৮২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫৩ জন।

2021-05-04 20:17:37

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: