অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে শুরু হতে যাচ্ছে কাউন্সিলার নির্বাচন


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৮:১৭ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে শুরু হতে যাচ্ছে কাউন্সিলার নির্বাচন


শামসুল আরেফীনঃ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে লকডাউনের মাঝেই আগামী অক্টোবরে শুরু হতে যাচ্ছে লোকাল কাউন্সিলার নির্বাচন। করোনা পেন্ডামিক এর কারনে এবারের নির্বাচন হবে বাই পোস্টে। এই লক্ষ্যে অক্টোবরের শুরুতে সকল ভোটারের কাছে ব্যালট পেপার পাঠিয়ে দেয়া হবে। ২৮শে আগস্ট বিকেল ৪টা অতিবাহিত হওয়ার পর পরই অনেক প্রার্থীরা প্রচারণা শুরু করে দিয়েছেন, তবে প্রত্যাহারের সময় ১৭ই সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত।

প্রতিবারের মত বাংলাদেশী কমিউনিটির বেশ কিছু প্রার্থীকে এবারের  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। মেলবোর্ন থেকে ধারাবাহিক ভাবে প্রায় সব প্রার্থীর পরিচয় তুলে ধরা হবে নির্বাচনের আগ পর্যন্ত।

এই পর্যায়ে হ্যারিসন ওয়ার্ডে প্রার্থী পরিচিতিঃ

প্রার্থী হাসান নাইম (মীরাজ), এবারই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি বর্তমানে স্ত্রী ও দুই সন্তান সহ মেলবোর্নে আছেন। ২১ বছর এর মাঝে এই ওয়ার্ডে বাস করছেন বিগত ৬ বছর ধরে। এছাড়া তিনি নিজস্ব মালিকানাধীন প্রতিষ্ঠানে ফারমাসিউটিক্যলস ব্যবসা করছেন । তিনি মেলবোর্নে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে বিভিন্ন সময় অনেক সামাজিক কর্মে অংশগ্রহণ করে থাকেন ।

শিক্ষাগত যোগ্যতা: জনাব মীরাজ নাঈম ক্যেমাস্ট্রিতে এম এস সি পাশ করেন আর এম এই টি মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে, এছাড়া এম বি এ করেন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে।

জনাব হাসান নাইম নির্বাচনে জয়লাভের ব্যপারে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

2021-05-04 20:17:37
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: