মুনা মুস্তাফা: দু’জন অস্ট্রেলিয়ান সাংবাদিক নিরাপত্তা জনিত কারনে তাৎক্ষণিক ভাবে চায়না ত্যাগ করেছেন। এবিসি নিউজ এর বিল বিরটেলস এবং অস্ট্রেলিয়ান ফাইনানসিয়াল রিভিউ এর মাইকেল স্মিথ তাৎক্ষণিক ভাবে চায়না ত্যাগ করেন যখন লোকাল পুলিশ তাদের সাক্ষাৎকার নিতে চাচ্ছিলো।
অস্ট্রেলিয়ায় আসবার ফ্লাইটে উঠবার আগের কয়েকদিন তারা অস্ট্রেলিয়ান ডিপলোমেটিক কম্পাউনডে ছিলেন। নিজের দেশে নিরাপদে ফিরতে পারা সত্যিই খুব প্রশান্তির, বলেন মাইকেল স্মিথ। গভীর রাতে তার বাড়ীতে চায়নার লোকাল পুলিশের অযৌক্তিক আগমনে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে চায়না ত্যাগ করেন বলে জানা যায়।
2021-05-04 20:17:37
আপনার মতামত লিখুন :