অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিট ওয়ার্নার মানতে পারছেন না করোনা জন্য ক্রিকেটের নিয়ম


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৮:০৫ অপরাহ্ন
অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিট ওয়ার্নার মানতে পারছেন না করোনা জন্য ক্রিকেটের নিয়ম

করোনাভাইরাস পরিস্থিতির মাঝেই মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। লম্বা বিরতির পর ক্রিকেট মাঠে ফিরলেও, বদলেছে অনেক নিয়ম কানুন। বাস্তবতা মেনে পরিবার থেকে আলাদা হয়ে ক্রিকেটারদের থাকতে হচ্ছে জৈব সুরক্ষিত পরিবেশে। যে চিত্র দেখা মেলেছে সদ্য সমাপ্ত ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজে। সামনের সিরিজ কিংবা টুর্নামেন্টগুলোকেও থাকতে পারে একই নিয়ম। তবে এই বিষয়টি মানতে পারছেন না ডেভিড ওয়ার্নার।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনকে ওয়ার্নার জানিয়েছেন, পরিবার থেকে এতো সময় দূরে থাকার চেয়ে বরং তিনি অবসরের কথা ভাবতে পারেন। স্ত্রী ও তিন মেয়ের কথা ভেবে প্রয়োজনে আন্তর্জাতিক ক্যারিয়ার পুনর্বিবেচনা করবেন তিনি। ক্যারিয়ার দীর্ঘায়িত করতে তিন ফরম্যাটের দুই-একটি থেকে অবসর নেবেন কি-না, সেটাও ভাবছেন ৩৩ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান।

ওয়ার্নার বলেন, অবশ্যই আমার তিন মেয়ে ও স্ত্রীর কথা ভাবতে হবে। তাদের প্রতি আমার অনেক দায়বদ্ধতা আছে। আমার খেলোয়াড়ি জীবনের অনেক বড় অংশ তারা। সবসময় নিজের পরিবারের কথা আগে ভাবতে হবে। এমন অনাকাঙ্ক্ষিত সময়ে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে।

এই মুহূর্তে আমি পরিবারের কথাই ভাবব। টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন অস্ট্রেলিয়ায় হচ্ছে না। এখানে থাকলে খেলা এবং জেতা সহজ হতো। এখন সেটি পিছিয়ে গেছে। ভারতে যখন এটি হবে, তখন আমাকে নতুন করে ভাবতে হবে। 

এ বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজনের চেষ্টা করছে ইংল্যান্ডের বোর্ড। একই মাসে শুরু হতে পারে আইপিএল। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়ার কথা রয়েছে ভারতে।

আন্তর্জাতিক সিরিজে দলগুলিকে নির্দিষ্ট সময় থাকতে হবে কোয়ারেন্টিনে। পরিবার থেকে তাই দীর্ঘদিন দূরে থাকতে হবে তাদের। এমন অবস্থায় পারিপার্শ্বিক সবকিছু ভেবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান এই ওপেনার।

ওয়ার্নার বলেন, আমাকে দেখতে হবে আমি নিজে কোন অবস্থায় আছি এবং আমার মেয়েদের স্কুলের কী অবস্থা। আমার সিদ্ধান্তের বড় একটা অংশ ওরা। বিষয়টা এমন না যে কবে খেলা এবং কতদিন ধরে খেলা। আমার জন্য অনেক বড় পারিবারিক সিদ্ধান্ত এটি।

অনেক সময়ই দেখা যায়, সফরে গেলে পরিবারের কথা অনেক মনে পড়ে। আর এখন বায়ো-সিকিউর বিষয় রয়েছে, আমরা নিজেদের পরিবার নিয়ে সব জায়গায় যেতে পারছি না, এটি হয়তো অদূর ভবিষ্যতে হতে পারে।

2021-05-04 20:05:29

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: