অস্ট্রেলিয়ায় তিমির আঘাতে নৌকা উল্টে একজন নিহত ও একজন আহত হয়েছেন। সিডনি থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লা পেরোসে স্থানীয় সময় শনিবার (৩০-৯-২৩) ভোর ৬টায় দুর্ঘটনাটি ঘটে। নৌকাটি মাছ ধরার অভিযানে ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, একটি ৪.৮ মিটার লম্বা নৌকাকে পানিতে পড়ে থাকতে দেখে অন্য একটি নৌকায় থাকা লোকেরা সতর্কতা জারি করেছিলেন।
নিউ সাউথ ওয়েলসের প্রতিমন্ত্রী এটিকে ‘একটি সম্পূর্ণ বিস্ময়কর দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন।
নৌ পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট সিওভান মুনরো বলেছেন, এর আগে এমন ঘটনা তিনি দেখেননি। পুলিশ জানায়, সম্ভাব্য সংঘর্ষের কারণে নৌকাটি কাত হয়ে যায় এবং ওই দুই ব্যক্তি পানিতে পড়ে যান।
নৌকায় আরোহী এক জনের বয়স ৬১ বছর। তিনি অচেতন অবস্থায় পাওয়া যায় এবং ঘটনাস্থলেই মারা যান। ৫৩ বছর বয়সী ক্যাপ্টেনকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
উল্লেখ, অস্ট্রেলিয়ার উপকূলরেখায় ১০ প্রজাতির বড় এবং ২০ প্রজাতির ছোট তিমি রয়েছে। অঞ্চলটিতে তিমির আক্রমণে মৃত্যু বিরল।
আরো পড়ুন: নবনিযুক্ত ভিক্টোরিয়ান প্রিমিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন: আলবেনিজ
আপনার মতামত লিখুন :