অষ্ট্রেলীয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি, মেলবোর্ন স্টেজ-৪, কারফিউ জারি করা হয়েছে


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৮:০৫ অপরাহ্ন
অষ্ট্রেলীয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি, মেলবোর্ন স্টেজ-৪, কারফিউ জারি করা হয়েছে

অষ্ট্রেলীয়ার মেলবোর্নকে স্টেজ-৪ নামিয়ে আনা হয়েছে, আজ মেলবোর্নে কারফিউ। ভিক্টোরিয়ার সাথ্যে অন্যান্য রাজ্যের বর্ডার বন্দ করে দেওয়া হয়েছে। আজ পুলিশ ঝুকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত সতর্ক দৃষ্টি রাখছে।

গত ২৪ ঘন্টায় অষ্ট্রেলিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১৮ জন, এদের মধ্যে নিউ সাউথ ওয়ালসে ১৭ জন, কুইন্সল্যান্ডে ১ জন, ভিক্টোরিয়াতে ৩৯৭ জন, সাউথ অষ্ট্রেলীয়াতে ১ জন আর নর্দাণ টেরিটোরিতে ১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯,১৫৮ টি।

অষ্ট্রেলীয়াতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছে ১৭,৯২৩ জন, এদের মধ্যে সুস্থ হয়েছে ১০,৪২০ জন, মারা গেছে ২০৮ জন, গত ২৪ ঘন্টার মৃত্যু বরণ করেছে ১৯ জন।

বর্তমানে অষ্ট্রেলীয়াতে করোনা রোগীর সংখ্যা ৬,৫৯১ জন, এদের মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৪০৮ জন, আইসিইউতে আছেন ৪৬ জন আর বাকীরা সেল্ফ কোরেন্টাইনে।

অষ্ট্রেলীয়াতে এই পর্যন্ত করোনা টেষ্ট করা হয়েছে ৩.৫ মিলিয়ন যার ১% পজেটিভ রেজাল্ট এসেছে।

2021-05-04 20:05:43

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: