সিডনির Surry Hills এর Harpoon and Hotel Harry, ক্যাবরামাটার Tan Viet, ম্যারিকভিলের Matinee Coffee শপকে করোনা ভাইরাসের এলার্ট এরিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জুলাইয়ের ২৬ তারিখের দুপুর ১২ টা থেকে দুপুর ২ঃ১৫ এর মধ্যে যারা Tan Viet পাব ভিজিট করেছে তাদের সকলকে ১৪ দিনের সেলফ আইসোলেসনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
সিডনির Potts Point ২৫ জুলাই Apollo restaurant করোনা ভাইরাসের উৎস নিশ্চিত হয়েছে। জুলাইয়ের ২৩ তারিখ দুপুর ১২ টা থেকে দুইটার মধ্যে যারা Tan Viet পাব ভিজিট করেছে তাদের বাধ্যতামূলক দুই সপ্তাহের সেলফ আইসোলেসনে থাকার নির্দেশ দেয়া হয়েছে এবং কোন রকম লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে টেষ্ট করে নিশ্চিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও জুলাইয়ের ২৬ তারিখে যারা সকাল ৮টা থেকে ৯টা ও জুলাইয়ের ২৭ তারিখে সকাল ৭টা থেকে ৭ঃ৪৫ Matinee Coffee শপে গিয়েছে তাদের করোনা ভাইরাস পরীক্ষা ও আইসোলেসনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। Photo Credit: 7news
2021-05-04 20:05:29
আপনার মতামত লিখুন :