অষ্ট্রেলীয়ানরা কোভিড-১৯ ভ্যাকসিন বিনামূল্যে গ্রহণ করবে


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৮:১৩ অপরাহ্ন
অষ্ট্রেলীয়ানরা কোভিড-১৯ ভ্যাকসিন বিনামূল্যে  গ্রহণ করবে

মুনা মোস্তাফাঃ কোভিড-১৯ ভেকসিনের ক্ষেত্রে অষ্ট্রেলীয়াই বিশ্বের মধ্যে প্রথম হতে যাচ্ছে যদি অষ্ট্রেলীয়ান গর্ভমেন্ট ও ইউকে বেইজড ড্রাগ কোম্পানি এস্টোজেনিকার মধ্যে চুক্তি সফলতার মুখ দেখে।


অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অষ্ট্রেলীয়ানদের জন্য তৈরি হচ্ছে কোভিড ভ্যাকসিন, ছবি এএফপি

এই চুক্তি অনুযায়ী ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড কোভিড-১৯ এর এই ভ্যাকসিনের ট্রায়াল যদি নিরাপদ ও সফল হয় তবে প্রত্যেক অষ্ট্রেলীয়ান এই ভ্যাকসিন বিনামূল্যে গ্রহণ করতে পারবে।

প্রাইম মিনিষ্টার স্কট মরিসন বলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন ট্রায়াল বর্তমানে তৃতীয় স্টেজে আছে এবং ভ্যাকসিনটির কার্যকারীতা প্রমাণ করতে আরো কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। যেহেতু ভ্যাকসিনটির সফলতার ব্যাপারে এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চয়তা পাওয়া যায়নি তাই অষ্ট্রেলীয়া গর্ভমেন্ট এই চুক্তির জন্য আরো কিছু সময় অপেক্ষা করবে।

2021-05-04 20:13:14

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: