কাতার বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নেয়ার কথা ছিল বিশ্বকাপজয়ী ডি মারিয়ার। তবে জাতীয় সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের অনুরোধে তখন অবসরে যাওয়া হয়নি তার। কিন্তু আসন্ন কোপা আমেরিকার পর ফুটবলের মায়া ছাড়বেন বলে জানান এই আর্জেন্টাইন তারকা।
কোপা আমেরিকার আসন্ন আসর ২০২৪ সালের জুনে বসবে যুক্তরাষ্ট্রে। ওই আসরের পরই ডি মারিয়া আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন। নিজেরে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব।
কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ডি মারিয়া। ফাইনালে দারুণ একটি গোল করেন তিনি। আর্জেন্টিনার সবশেষ কোপা আমেরিকা জয়েও ফাইনালে ব্রাজিলের বিপক্ষে একমাত্র গোলটি করেন তিনি।
আপনার মতামত লিখুন :