কলকাতায় গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হয়েছে ৫৩ বছর বয়সী বলিউডের বিখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে)।
জানা গেছে, নজরুল মঞ্চে এই অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কলকাতার সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কেকে বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালামসহ বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছেন। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে জারা সা, দিল ইবাদত, কেয়া মুঝে পেয়ার হে, তুহি মেরি সাব হে, বিতে লামহে, আখোমে তেরি আজাবসি ইত্যাদি।
আপনার মতামত লিখুন :