অনাস্থা ভোটের মুখোমুখি হতে পারেন বরিস জনসন


নিউজ ডেক্স প্রকাশের সময় : জুন ৭, ২০২২, ৫:৩১ পূর্বাহ্ন
অনাস্থা ভোটের মুখোমুখি হতে পারেন বরিস জনসন

পার্টিগেট কেলেঙ্কারিতে অনাস্থা ভোট চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদরা প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি অনাস্থা ভোট দিতে পারেন বলে জানা গেছে। অনাস্থা ভোট হলে ব্রিটেনের প্রধানমন্ত্রিত্ব হারানোর পাশাপাশি কনজারভেটিভ পার্টির প্রধান থেকেও অপসারিত হতে পারেন তিনি।

তিনি সংসদ সদস্যদের কাছ থেকে জনসনের নেতৃত্বে ভোটের দাবিতে বেশ কয়েকটি চিঠি পেয়েছেন। যদি হাউস অফ কমন্সে দলের ১৫ শতাংশ বা ৫৪ জন টোরি রাজনীতিবিদ চিঠি পাঠায় তাহলে পার্লামেন্টে অনাস্থা ভোট উঠবে।

ইতোমধ্যে ১৫ শতাংশের মতামত পাওয়া গেছে। তাই সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে ভোটটি ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হবে।

৩৫৯ জন কনজারভেটিভ রাজনীতিবিদদের মধ্যে যদি জনসন ভোটে হেরে যান তবে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হবে। আর যদি জিতে যান তবে আগামী এক বছরের জন্য তাকে আর কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে না।

জনসনকে ভোটে হারাতে হলে তার বিরুদ্ধে ১৮০ জন বা সংখ্যাগরিষ্ঠ কনজারভেটিভ পার্টি সদস্যের ভোট প্রয়োজন।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: